Ticker

6/recent/ticker-posts

Ad Code

সাব্বিরে ঝড়ো ব্যাটিং তান্ডবে ১৩৭ রান ,বেজায় খুশি বিসিবি বস, ডেকে বসলেন জাতীয় দলে



বাংলাদেশ জাতীয় দল যখন ভারত সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন সাব্বির রহমান রয়েছেন দেশের ক্রিকেট থেকে অনেকটা দূরে। 


তবে এবার ব্যাট হাতে তান্ডব চালিয়ে লাইমলইটে এলেন সাব্বির। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতেও তেমন কোনো চাপ নেই। তাই জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান খেলতে গেছেন ইংল্যান্ডে।  


ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট কম্পিটিশনে। আর সেখানে প্রথম দিনে মাঠে নেমেই ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ড্যাশিং এই ব্যাটার। পাওয়ার হিটিংয়ে ব্যাট চালিয়ে সাব্বির রহমান রান করেছেন ১৩৭। অবশ্য এই রান তিনি করেছেন ৩ ইনিংস মিলিয়ে। যদিও তিনিই টুর্নামেন্টে প্রথম দিনের সর্বোচ্চ স্কোরার। 


ডিস্ট্রিক্ট কাপে সাব্বির রহমান খেলছেন কুমিল্লা ওয়ারিওর্সের হয়ে। হবিগঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৯ রান। সিলেটের বিপক্ষে পরের ম্যাচে করেন ৪৬ রান। ৪ রানের জন্য পাননি অর্ধশতকের দেখা।


আর দিনের তৃতীয় ও শেষ ম্যাচে ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পাওয়ার হিটিং ব্যাটিংয়ের স্কিল দেখিয়ে সারাদিনে হাঁকান ১৩ টি ছক্কা এবং ৯ টি চার। তবে বিসিবির নজর কেড়ে সাব্বির ফের জাতীয় দলে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার পালা।


সাব্বিরের এমন পারফমেন্সে খুশি বিসিবি বস।তিনি বলেছেন সাব্বিরের মত এমন অনেক নক্ষত্র অজানা কারনেই হারিয়ে গেছে দেশের ক্রিকেট থেকে।তবে এখন সময় বদলে দেবার ।দলে সাব্বিরের মত খেলোয়ার দের এখন অনেক দরকার । 

Post a Comment

0 Comments