১৩ বছর পর ইংলিশ কাউন্টিতে ফেরা সাকিব আল হাসান বল হাতে দারুণ ঝলক দেখাচ্ছেন। সারের হয়ে সমার সেটের বিপক্ষে প্রথম ইনিংসে নিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট। বৃষ্টিতে তৃতীয় দিন সমারসেটের দ্বিতীয় ইনিংসের খেলা বন্ধ আছে। তবে তার আগেই ২ উইকেট তুলে নিলো টাইগার অলরাউন্ডার।
আগে ব্যাট করা সমরাসেট প্রথম ইনিংসে করে ৩১৭ রান। ৯৭ রানে ৪ উইকেট সাকিবের। জবাবে সারে করেছে ৩২১ রান। সাকিবের ব্যাটে আসে ২৪ বলে ১২ রান। ৪ রানে পিছিয়ে থাকা সমারসেট দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৮৫ রান। যেখানে ১০ ওভার বল করে সাকিবের শিকার ৩৩ রানে ২ উইকেট। তার শিকার ওপেনার আর্চি ভন (৩)। যিনি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে।
এরপর সাকিবের দ্বিতীয় শিকার টম অ্যাবেল (১৮)। প্রথম ইনিংসেও সাকিবের বলে আউট হয়েছেন অ্যাবেল, বঞ্চিত হন ফিফটি থেকে। ফিরতে হয়েছে ৪৯ রান করে।
0 Comments