পাকিস্তান সিরিজের আগে বাসিত বলেছিলেন, বৃষ্টি ছাড়া বাংলাদেশকে পাকিস্তানের কাছে হারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তবে সেই সিরিজে পাকিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। এবার ভারত সফরে যাওয়ার আগে বাংলাদেশকে ঘিরে তার প্রেডিকশন। আর তা হলো- বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাকাবেন বিরাট কোহলি।
বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে শুধু বাংলাদেশই নয়, নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকেও একটু খাটো করেছেন বাসিত। লাল বলে ফর্মে ফিরে কোহলি এই দুই সিরিজে শুধু সেঞ্চুরি হাঁকিয়ে ক্ষান্ত নয়, ডাবল সেঞ্চুরি হাঁকাবেন বলে বিশ্বাস বাসিতের।
তিনি বলেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ কিংবা ১১৫ নয়, ২০০ রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে।’
বাসিত আলী প্রেডিকশনগুলো অবশ্য সাম্প্রতিক সময়ে ভুল প্রমাণিত হয়ে আসছে। পাকিস্তান-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর আগে বাসিত বলেছিলেন, ‘শুধু বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে। এছাড়া, পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনার কোনো সুযোগই নেই। পাকিস্তান ঘরের মাঠে অনেক এডভান্টেজ পাবে। আর পাকিস্তান আগে কতবারই তো বাংলাদেশকে হারিয়েছে।’
তবে এই কথা হজম করতে পারেননি ৫৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টেই তাকে ভুল প্রমাণ করে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় টেস্টে হারের মুখ থেকে বাঁচতে একপর্যায়ে কায়মনোবাক্যে বৃষ্টির দেখা পেতে চাইছিল পাকিস্তান। শেষপর্যন্ত সেই ম্যাচও হারে, ঘরের মাঠে হয় ধবলধোলাই।
0 Comments