Ticker

6/recent/ticker-posts

Ad Code

ফর্মহীন সময়ের চরম কষ্টের কথা জানালেন লিটন



পাকিস্তান সিরিজ ছাড়া তার আগের সময় টা ভালো যায়নি লিটন দাসের। পর পর সুযোগ পেয়েও সে ভাবে কাজে লাগাতে পারেন নি লিটন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তেমন ভাবে কিছু করতে পারে নাই লিটন। ভারত সিরিজের আগে নিয়মিত অনুশীলনের ফাঁকে আজ মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন লিটন।


সেখানে এই উইকেটরক্ষক ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় খারাপ সময়ে নিজেকে মানসিকভাবে কীভাবে ঠিক রেখেছিলেন। জবাবে লিটন বলেন, ‘যদি সঠিক উত্তর দিই, আমি এসব কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করেছি। কীভাবে পরিশ্রম করব, কীভাবে ভালো করা যায়।’


এরপর সাংবাদিকরা জানতে চান ভুল উত্তরটা কী? এরপর লিটন বলেন, ‘যদি ভুল উত্তর দিই, সারাদিন ড্রেসিংরুমে বসে বসে কাঁদতাম।’ পরে লিটন আরও বলেন, ‘এটা হচ্ছে মনের কথা। তবে এটা বিষয় না, ক্রিকেটাররা সব সময় ভালো খেলবে না। কখনও কখনও সময় খারাপ যায়, তবে সে সব সময় চেষ্টা করে ভালো কিছু করার। ভালো করার একটাই উপায় আছে আমাদের, সেটি হলো অনুশীলন।’


পরে ড্রেসিংরুম নিয়ে লিটন বলেন, ‘ড্রেসিংরুমে সব সময় পজিটিভ-নেগেটিভ দুই ধরনের কথা-বার্তাই হয়। কিভাবে ক্যামব্যাক করতে পারি, কিভাবে গেম চালাতে পারি। সো সব সময় পজিটিভ ওয়েতে কথা-বার্তা হয়। একটা জিনিস সবচেয়ে ভালো যে, ওখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে। চেষ্টা করব জিনিসটা ভালো করার।’

Post a Comment

0 Comments